s alam cement
আক্রান্ত
৩৪৪৬৬
সুস্থ
৩১৭৭৫
মৃত্যু
৩৭১

হাসপাতালে নেওয়ার পথেই মারা গেলেন পটিয়ার করোনা রোগী

0

চট্টগ্রামের পটিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার একদিন পর হাসপাতালে আনার পথে রোগীর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত পটিয়ায় করোনায় এটা তৃতীয় ব্যক্তির মৃত্যু। নিহতের নাম পঞ্চানন বিশ্বাস।

মেয়ে মৌমিতা বিশ্বাস জানান, ৮ দিন ধরে জ্বর থাকায় গত ১১ মে পঞ্চানন বিশ্বাসকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিনই সকাল ১১টায় তার নমুনা নেওয়া হয় পরীক্ষার জন্য। পরিবারের সিদ্ধান্তে তাকে ওইদিন দুপুরেই তাকে চট্টগ্রামের ফিল্ড হাসপাতালে নেওয়া হয়। ১২ মে তিনি করোনা পজিটিভ হন। এরপর শ্বাসকষ্ট বেড়ে গেলে সেখান থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়।

পঞ্চানন বিশ্বাস করোনা পজিটিভ হওয়ার পর বুধবার (১৩ মে) দুপুরে উপজেলা প্রশাসনের লোকজন তার গ্রামের বাড়ি কোলাগাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চাপড়া গ্রামে গিয়ে ওই বাড়ি লকডাউন করে।

প্রশাসনের উপস্থিতিতে নিয়ম অনুসারে আজ (বুধবার) রাতেই তাকে পটিয়ায় দাহ করা হবে বলে নিহতের মেয়ে মৌমিতা বিশ্বাস জানিয়েছেন।

উল্লেখ্য, পটিয়ায় এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২০ জন তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ জন।

Din Mohammed Convention Hall

এসএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

আরও পড়ুন

পিপিই-মাস্ক মানসম্মত কিনা সেই প্রশ্নও উঠছে

জটিল হচ্ছে লড়াই, করোনার থাবায় চট্টগ্রামের ১৯ চিকিৎসক

নারীদের তুলনায় ৫ গুণ বেশি পুরুষ আক্রান্ত

২১ থেকে ৪০— চট্টগ্রামে তরুণরাই করোনার সহজ শিকার

ksrm