হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিকে ‘বর্ণিল বিভাবরী’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান

চট্টগ্রামের হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো ‘বর্ণিল বিভাবরী’ শিরোনামে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান।

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিকে ‘বর্ণিল বিভাবরী’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান 1

বুধবার (১৯ ফেব্রুয়ারি) আয়োজিত এই অনুষ্ঠানে কলেজের প্রায় ৪০০ শিক্ষার্থী বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে।

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিকে ‘বর্ণিল বিভাবরী’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান 2

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল আ ফ মোঃ আতিকুর রহমান।

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিকে ‘বর্ণিল বিভাবরী’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান 3

দুটি পর্বে বিভক্ত অনুষ্ঠানটির প্রথম পর্বে কলেজের অধ্যক্ষের উদ্বোধনী বক্তব্যের পর ২০২৪ শিক্ষাবর্ষের কৃতি শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের পুরস্কৃত করা হয়। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং সৃজনশীলতার স্বীকৃতিস্বরূপ তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের আয়োজনে শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় মগ্ন হয়ে নৃত্য, সংগীত, নাটক, কবিতা আবৃত্তি এবং অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে দর্শকদের মনোমুগ্ধকর মুহূর্ত উপহার দেয়।

প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘এ ধরনের সাংস্কৃতিক আয়োজন শুধুমাত্র শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে না, বরং তাদের সৃজনশীলতা এবং মানবিক মূল্যবোধের বিকাশ ঘটায়। এই ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের সামাজিক এবং ব্যক্তিগত জীবনে সহায়ক ভূমিকা পালন করবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গ, এবং শিক্ষার্থীদের অভিভাবকরা। তারা এই আয়োজনের প্রশংসা করে বলেন, শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চা শুধু একাডেমিক শিক্ষা নয়, বরং তাদের সৃজনশীলতা ও মানবিক গুণাবলীর বিকাশে সহায়ক।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm