হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিকে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী সম্পন্ন

বিপুল শিক্ষার্থীর অংশগ্রহণে চট্টগ্রামের হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া সম্পন্ন হয়েছে। এতে তিনটি হাউজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করে।

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিকে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী সম্পন্ন 1

গত ৩ জানুয়ারি শুরু হওয়া এই ক্রীড়া প্রতিযোগিতা চলে ২২ জানুয়ারি পর্যন্ত।

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিকে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী সম্পন্ন 2

রোববার (২২ জানুয়ারি) আমন্ত্রিত অতিথি, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও অংশগ্রহণে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিকে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী সম্পন্ন 3

Yakub Group

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি এবং আর্টিলারি সেন্টার ও স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল এএনএম মনজুরুল হক মজুমদার।

কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে পর্যায়ক্রমে জাতীয় সংগীত, শিক্ষার্থীদের অংশগ্রহণে সুসজ্জিত প্যারেড, মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন শেষে সমাপনী দিবসের খেলাধুলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় সামগ্রিক বিচারে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হাউজ এবং রানারআপ হয়েছে বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা হাউজ।

বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!