হালিশহরে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর ফ্রি চিকিৎসা ক্যাম্প

চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে চিকিৎসাবঞ্চিত জনগোষ্ঠির পাশে দাঁড়িয়েছেন যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু।

করোনাকালে চট্টগ্রাম নগরীর ৯টি ওয়ার্ডে অন্তত ৪ হাজার মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দেন তিনি। তারই ধারাবাহিকতায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর মধ্যম হালিশহরের মেহের আফজাল স্কুলে দুই শতাধিক লোককে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়।

সকাল থেকে দুপুর পযর্ন্ত এ ক্যাম্পে প্রায় দুইশ রোগীকে ফ্রি চিকিৎসা প্রদান করেন ডা. সানজিদা আলম ও ডা. এইচ এন জাহিন।
হালিশহরে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর ফ্রি চিকিৎসা ক্যাম্প 1
এ ব্যাপারে আয়োজক দেবাশীষ পাল দেবু চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘সব সময় চেষ্টা করি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার জন্য। তারই অংশ হিসেবে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। শুধু ব্যবস্থাপত্র দিলে দেখা যায়, অনেকেই টাকার অভাবে ওষুধ কিনতে পারেন না। তাই আমি সাথে সাথেই ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ওষুধও সরবরাহ করি।’

এ সময় উপস্থিত ছিলেন ৩৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হাসান, সাধার‌ণ সম্পাদক হাজী মো. হাসান, মো. আকতারুজ্জামান, ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি ফারহানা মুন্নি, যুবলীগ নেতা নূরনবী পারভেজ, রনজিত কুমার শীল, নগর ছাত্রলীগ নেতা ইমতিয়াজ সুমন, মো. জাবেদ, মো. আবির, বাপ্পি, রাজু, নুরুল ইসলাম, মো. সাজ্জাদ, মো. রাশেদ, মো. নেজাম, মো.ইমন, মো.জসিম, মাইনুল প্রমুখ।

আদর/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm