হালিশহরে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু

চট্টগ্রামের হালিশহরে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। তিনি মোটরসাইকেলের পেছনে বসে বাসায় ফিরছিলেন।

নিহত নারীর নাম তাসলিমা বেগম (৩৫)। তিনি আকবরশাহ থানার বিশ্বকলোনি এলাকার মিল্লাদ উদ্দিন হকের স্ত্রী।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে হালিশহরের বড়পোল এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে তাসলিমা মোটরসাইকেল করে বাসায় যাচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে একটি ট্রাক এসে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এরপরই মোটরসাইকেল আরোহী ওই নারী পড়ে গিয়ে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন। অপর আরোহী গুরুতর আহত হন।

হালিশহর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনার পর পরই ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm