হালিশহরে মাদ্রাসা শিক্ষার্থীদের শীতবস্ত্র দিলো ‘সেভ দ্য ফিউচার’

চট্টগ্রামের হালিশহর মারকাজুল উলূম মাদ্রাসা শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ করেছে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন মহানগর শাখা।

রোববার (২৫ ডিসেম্বর) বিকেলে শিক্ষার্থীদের এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর অধ্যাপক ইসমাইল হোসেন।

আরও উপস্থিত ছিলেন সংগঠনের আজীবন সদস্য আলীমুর রাজি টিটু, সভাপতি আশরাফ উল্যাহ ও চট্টগ্রাম মহানগর শাখা ও থানা নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা, তরুণ শিল্প উদ্যোক্তা আক্কাস উদ্দিন বলেন, ‘সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের উদ্যোগে জনহিতকর কার্যক্রম খুবই প্রশংসনীয়। আমি সবসময় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তাই মানবিক এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm