হালিশহরে ভারটেক্স গ্রুপের কম্বল পেল ৫ হাজার মানুষ

চট্টগ্রাম নগীর ৩৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ-মধ্যম হালিশহর আদর্শপাড়া হাকিম সফর মনজিলে দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে ৫ হাজার কম্বল বিতরণ করেছে ভারটেক্স অফ-ডক লজিস্টিক সার্ভিসেস লিমিটেড।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকাল ৩টায় অসহায় মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এমএ মান্নান সভাপতিত্বে কম্বল বিতরণকালে প্রধান অতিথি ছিলেন ভারটেক্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ইমরান ফাহিম নুর।

প্রধান অতিথির বক্তব্যে ভারটেক্স গ্রুপের এমডি ইমরান ফাহিম নুর বলেন, ‘মানবতার কল্যাণে আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে মানবিক কার্যক্রম চালিয়ে যেতে হবে। দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের অনেক দায়বদ্ধতা রয়েছে। সমাজের অবহেলিত ও পিছিয়ে পরা মানুষগুলোর জীবনযাত্রার মান উন্নয়নে, সরকারের পাশাপাশি আমরাও যদি এগিয়ে আসতে পারি; তাহলে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব।

এতে আরও উপস্থিত ছিলেন আবুল হাসেম, আবু তাহের, আমিন সদ্দার, সালাউদ্দিন, মো. কাউছার আলম, হালিমা হাকিম এবাদতখানার পেশ ঈমাম মৌলানা মো. সালাউদ্দিন, জামাল উদ্দিন, মাহবুব, জাকির।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm