হালিশহরে ডাকাতরা গলা টিপে মারলো গৃহবধূকে

পুরুষরা জুমার নামাজে যেতেই ঘরে ঢোকে ডাকাতদল

চট্টগ্রাম নগরীর হালিশহরে এক গৃহবধূকে গলা টিপে হত্যা করেছে একদল ডাকাত। এ সময় ডাকাতদের হামলায় আহত হয়েছেন শাশুড়িও।

শুক্রবার (১৬ জুলাই) দুপুর দেড়টার দিকে নগরীর ইপিজেড থানার হালিশহর নারকেলতলা হক সাহেব গলির আবু নাছের মাস্টারের বাড়িতে এই ঘটনা ঘটে।

ডাকাতের হাতে নিহত ওই গৃহবধূর নাম মাহবুবা মেহর (২৫)। তার আহত শাশুড়ির নাম নাজনীন আক্তার। নিহত গৃহবধূ ওই এলাকার বাসিন্দা ডা. এসএম গোফরানের স্ত্রী।

জানা গেছে, শুক্রবার (১৬ জুলাই) দুপুরে বাড়ির পুরুষরা জুমার নামাজ আদায় করতে গেলে পুরুষশূন্য ঘরে প্রবেশ করে একদল ডাকাত। তাদের দেখে মাহবুবা মেহর চিৎকার দেন। এ সময় ডাকাতরা ওই গৃহবধূকে ঘরেই গলা টিপে হত্যা করে।

তার শাশুড়ি নাজনীন আক্তার আতঙ্কে চিৎকার শুরু করলে তাকেও দেশি অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করে অজ্ঞাতনামা ওই ডাকাতদল।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm