ছেলে ধরা সন্দেহে নগরের হালিশহরে দুই সন্তানের জননীকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে।
শনিবার রাত ১০ টায় মধ্যম হালিশহর কলসীদিঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, সালমা বেগম নামে এক মহিলা তার দুই শিশু সন্তান নিয়ে রাস্তায় বের হলে ছেলে ধরা সন্দেহে গণপিটুনির শিকার হয়। পরে দক্ষিণ মধ্যম হালিশহর পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বাসায় পাঠিয়ে দিয়েছে।
দক্ষিণ হালিশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম চট্টগ্রাম প্রতিদিনকে জানান, ঘটনার সত্যতা যাচাই করে জানা যায় সালমা বেগম ছেলে ধরা নয়। সন্দেহ করে এলাকাবাসী তাকে গণপিটুনি দিয়েছে। আহত সালমা বেগমের বাসা দিঘীরপাড়ের কালা জাহিদের কলোনিতে।
শাহীন/এআই