চট্টগ্রাম নগরীর হালিশহরে ২২ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন রতন কুমার দে (৫৯) ও সুজন চন্দ্র মালাকার (৪০)।
বুধবার (১১ অক্টোবর) রাত ১টার দিকে নগরীর হালিশহর থানার উত্তর হালিশহর আচার্য্যপাড়া নৈরঞ্জনা বৌদ্ধ বিহারের পাশে বুলবুল কুঠিরের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে হালিশহর থানার উত্তর হালিশহর আচার্য্যপাড়া নৈরঞ্জনা বৌদ্ধ বিহারের পাশে বুলবুল কুঠিরের সামনে পাকা রাস্তার ওপর থেকে রতন কুমার দে (৫৯) ও সুজন চন্দ্র মালাকারকে (৪০) আটক করা হয়। তাদের কাছে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে ২২ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয় বলে জানান ওসি।