চট্টগ্রাম নগরীর হালিশহর বড়পোল এলাকায় স্টার লাইন বাস কাউন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ জানুয়ারি) বিকাল ৫টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে কোন প্রাণহানীর ঘটনা ঘটেনি।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সংবাদ পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালন নিউটন দাশ দৈনিক চট্টগ্রাম প্রতিদিনকে জানান, ‘খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে দুইটি ও বন্দর ফায়ার স্টেশন থেকে দুইটি মোট চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ৩০মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।’
অগ্নিকাণ্ডে ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। বড়পোল স্টার লাইন বাস কাউন্টারের নিচে এবাদত খানা ও উপরে কাউন্টারের কর্মকর্তাদের বিশ্রামাগার বলে জানিয়েছেন কাউন্টারের ম্যানেজার মো. হেদায়েত।
তিনি বলেন, ‘বিকাল ৫টা ৩০ মিনিটের দিকে দেখতে পাই হঠাৎ করে আমাদের স্টাফদের রুম থেকে আগুন বের হচ্ছে, আমরা তাড়াতাড়ি স্টাফদের রুম থেকে বের করে ফায়ার সার্ভিসকে ফোন করি। তবে আল্লার রহমতে কারো কোন ক্ষতি হয়নি। ’
বিএস/কেএস