হালদা নদীতে ভেসে উঠলো শিশুর লাশ

0

চট্টগ্রামের হাটহাজারীর হালদা নদীতে ইমতিয়াজ হোসেন (৫) নামের এক শিশুর লাশ ভেসে উঠেছে। মঙ্গলবার (২৫ জুন) দুপুরে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের বংশাল এলাকায় লাশটি ভেসে উঠে। নিহত ইমতিয়াজ পূর্ব মন্দাকিনী গ্রামের সিরাজ কোম্পানি বাড়ির ট্রাকচালক রহমত উল্লাহর পুত্র।

জানা গেছে, সোমবার (২৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে ফরহাদাবাদ ইউনিয়নের পূর্ব মন্দাকিনী এলাকায় হালদা নদীতে বাবার সঙ্গে গোসল করতে যায় শিশু ইমতিয়াজ। গোসল শেষে বাবার সঙ্গে সে বাড়ি ফিরছিল। এ সময় বাবা রহমত উল্লাহ হঠাৎ পেছনে ফেরে দেখেন তার শিশু নেই। পুত্রকে দেখতে না পেয়ে অনেকক্ষণ খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে বাড়ি ফিরে আসে বাবা।

ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলী আকবর বলেন, ‌মঙ্গলবার দুপুরে ফরহাদাবাদের বংশাল এলাকায় হালদা নদীতে একটি শিশু লাশ ভেসে উঠে। স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ওই এলাকায় গিয়ে ইমতিয়াজের বাবা রহমত উল্লাহ ভেসে উঠা লাশটি তার শিশুর বলে সনাক্ত করে। এ ঘটনার ইমতিয়াজের পরিবারে চলছে শোকের মাতম।

s alam president – mobile

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!