হালদা নদীতে অভিযান, ৩ হাজার মিটার অবৈধ জাল জব্দ

চট্টগ্রামের হালদা নদীর মোহনা ও কচুখাইন সীমান্তে অভিযান চালিয়ে ১ লক্ষ ৩৫ হাজার টাকা মূল্যের ৩ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে চট্টগ্রাম নৌ পুলিশের সদস্যরা।

পরে রাউজান উপজেলা মৎস্য কর্মকর্তার মৌখিক নির্দেশে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (৩১ মে) সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত হালদা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অবৈধভাবে পাতানো তিনটি দীর্ঘ আকৃতির সুতার ভাসান জাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সুতার জালের দৈর্ঘ্য আনুমানিক ৩ হাজার মিটার। যার বাজার মূল্য ১ লাখ ৩৫ হাজার টাকা।

সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান জানান, হালদা নদীর মাছের সুরক্ষায় নৌ পুলিশের সদরঘাট নৌ থানা ও হালদা নৌ-ক্যাম্পের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে নৌ পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনূল ইসলাম ভূঁইয়া ও সদরঘাট নৌ থানার অফিসার ও সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm