হালদা নদীতে অভিযান, ঘেরা জাল ফেলে পালালো চোরাকারবারিরা

চট্টগ্রামের হালদা নদীতে অভিযান চালিয়ে ঘেরা জাল ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।

রোববার (১৬ জানুয়ারি) ভোর ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৬ হাজার ৫০০ মিটার জাল ও সরঞ্জাম জব্দ করা হয়।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি জানান, হালদা নদীর গড়দুয়ারা নয়াহাট থেকে গুমানমর্দ্দন এলাকাজুড়ে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে টের পেয়ে অবৈধ মৎস্য চোরাকারবারিরা জাল ও মাছ ধরার সরঞ্জাম ফেলে চলে যায়। পরে ৬ হাজার ৫০০ মিটারের ১০টি ঘেরা জাল ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করি।

হালদার মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষার্থে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। অভিযান পরিচালনাকালে নৌপুলিশ, গ্রামপুলিশ, আইডিএফ, মৎস্য কর্মকর্তা রাব্বানী ও মুনির প্রমুখ উপস্থিত ছিলেন।

এএস/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!