দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে নমুনা ডিম ছেড়েছে কার্পজাতীয় মা মাছ।
শনিবার রাত ও রোববার সকালে হাটহাজারী উপজেলা সংলগ্ন নদীর বিস্তীর্ণ অংশে মা মাছ নমুনা ডিম ছাড়ে। এরপরই ডিম সংগ্রহের জন্য নৌকা আর জাল নিয়ে নদীর বিভিন্ন অংশে অবস্থান নিয়েছেন হালদা পাড়ের জেলেরা।
তবে আহরণকারীরা জানিয়েছেন, নমুনার পরিমাণ বেশি নয়। ডিম ছাড়ার জন্য এটি মা মাছের পূর্ব প্রস্তুতি।
আজ-কালের মধ্যে মা মাছ পুরোপুরি ডিম দেবে বলে আশা প্রকাশ করছেন রামদাশ মুন্সীর হাট এলাকার ডিম আহরণকারী মো. কামাল।
সাধারণত মা মাছ চৈত্র থেকে বৈশাখ মাসে অমাবস্যা, পূর্ণিমা ও অষ্টম তিথিতে প্রবল পাহাড়ি ঢলে নদীতে ডিম ছাড়ে।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, হালদায় আজ নমুনা ডিম ছেড়েছে মা মাছ। আল্লাহ বৃষ্টি দিলে আশা করি দুই এক দিনের মধ্যে ডিম পাওয়া যাবে।
মৎস্য কর্মকর্তাদের মতে, হালদায় মা মাছের ডিম ছাড়াটা পুরোপুরি প্রকৃতিনির্ভর।