হালদায় ছাড়া হলো ১৫ হাজার পোনা

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র মঙ্গলবার (৮ অক্টোবর) হালদায় রেণু প্রক্রিয়া করে ১৫ হাজার পোনা অবমুক্ত করেছে উপজেলা প্রশাসন। পর্যায়ক্রমে ১ লাখ মাছ ছাড়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদার মা মাছ রক্ষা ও নদী দূষণ রোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন রেণু ছাড়ার সময় থেকে রেণু প্রক্রিয়া ও মান ঠিক রাখার বিষয়ে তদারকি করেন। আগে হালদায় বিভিন্ন হ্যাচারি থেকে সংগ্রহ করা পোনা অবমুক্ত করা হলেও হালদার মাছের জিন ঠিক রাখা সম্ভব ছিল না। সম্প্রতি হালদার মাছের জিন ঠিক রাখা ও মা মাছের পরিমাণ বৃদ্ধির লক্ষ্যে হালদা থেকে সংগ্রহ করা রেণু মডেল পুকুরে প্রক্রিয়া করে পোনায় রুপান্তর করে ১৫ হাজার পোনা ছাড়া হয়েছে হালদায়। যা দেশের মৎস্য সম্পদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, ‘হালদায় মাছের জিন ঠিক রাখা ও বংশ বৃদ্ধির জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। রেণু সংগ্রহ থেকে প্রক্রিয়া পর্যন্ত নিবিড় তত্ত্বাবধান করে পোনার মান ঠিক রেখেছি। ফলে এবারই প্রথম হালদা থেকে সংগ্রহ করা পোনা অবমুক্ত করা হল।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ সেন্টারের সমন্বয়ক মনজুরুল কিবরিয়া বলেন, ‘হালদা থেকে সংগ্রহ করা রেণু প্রক্রিয়া করে আবার হালদায় ছাড়ার ফলে মা মাছের সংখ্যা বৃদ্ধি ও মাছের জিন ঠিক থাকবে। উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়।’

সিএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!