হালদায় চলতি বছর তৃতীয়বারের মতো ডিম ছেড়েছে মা মাছ

দেশের কার্প জাতীয় মাছের অন্যতম প্রাকৃতিক প্রজননকেন্দ্র হালদা নদীতে মা মাছ ডিম ছেড়েছে। এ বছর
তৃতীয়বারের মতো ডিম ছেড়েছে মা মাছ।

শুক্রবার (১৭ জুন) সকাল থেকে প্রায় ৩০০ নৌকা হালদায় মা মাছের ডিম সংগ্রহ করছে।

বৃহস্পতিবার (১৬ জুন) দিবাগত রাত ২টার পর থেকে নদীর কয়েকটি স্থানে ডিম ছাড়তে শুরু করে মা মাছ। তবে সে সময় নৌকার সংখ্যা কম ছিল। সকাল থেকে প্রায় তিন শতাধিক নৌকার ডিম সংগ্রহকারী নেমে পড়ে ডিম সংগ্রহে। তবে এ সময় ডিমের পরিমাণ ছিল কম। তারপরও অনবরত বৃষ্টি থাকলে ভালো ডিম পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা।

হালদার আজিমের ঘাট থেকে নোয়াহাট পর্যন্ত এলাকায় রয়েছে ডিম সংগ্রহের নৌকাগুলো।

নোয়াহাটের ডিম সংগ্রহকারী আবদুল কাদের বলেন, ‘সকাল থেকে জেলেরা নদীতে নেমেছে। প্রত্যেকে ডিম পেয়েছে। আমি ভোরে নেমে দুপুর পর্যন্ত দুই বালতির মতো পেয়েছি। বৃষ্টি থাকলে আরও পাবো আশা করছি।’

বিষয়টি নিশ্চিত করে হালদা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক ও প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, ‘হালদা নদীতে এ বছর তৃতীয়বারের মতো মা মাছ ডিম ছেড়েছে। রাত ২টার পর বিচ্ছিন্নভাবে ডিম সংগ্রহ করছেন সংগ্রহকারীরা। এখনও ডিম সংগ্রহের কাজ চলছে। কিন্তু ডিম ছাড়লেও তা আশানুরূপ নয়। রাত ২টা থেকে যারা ডিম সংগ্রহ করছেন তারা মোটামুটি ভালো পরিমাণে ডিম সংগ্রহ করতে পেরেছেন। তবে সকাল থেকে ডিমের পরিমাণ কম পাওয়া গেছে। যদি এমন লাগাতার বৃষ্টি থাকে তাহলে ভালো পরিমাণে ডিম পাওয়ার আশা করতে পারি।’

এএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!