হামলার মামলায় ১১ বছর পর সাজা মূল আসামির

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহায় ভূমি বিরোধের জেরে মহিউদ্দীন মুরাদ নামে এক ব্যক্তির ওপর হামলার ঘটনায় মামলার ১১ বছর পর ইসমাইল বুলু (৫২) নামে এক ভূমিদস্যুকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছে চট্টগ্রাম আদালত।

আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৮ আগস্ট শিকলবাহা কালারপোল এলাকায় ভূমি বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় মহিউদ্দীন মুরাদ প্রতিপক্ষের গুলিতে গুরুতর আহত হন।

এ ঘটনায় জমির মালিক আহত মহিউদ্দিন মুরাদের ভাই জসিম উদ্দিন বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা করেন।

ওই মামলার দীর্ঘ ১১ বছর পর গত ৩ জানুয়ারি প্রধান আসামি ইসমাইল বুলুকে ৮ বছরের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠায় আদালত।

মহিউদ্দীন মুরাদ জানান, আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। অপরাধীর শাস্তি নিশ্চিত হওয়ায় এই ধরনের ন্যাক্কারজনক ঘটনায় আর কেউ জড়াবেন না বলে আশা করছি।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!