চট্টগ্রাম নগরীর নিউমার্কেট ও সদরঘাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলায় অর্থ যোগান দেওয়ার অভিযোগে আওয়ামী লীগ নেতা জাফর আহমদকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে নগরীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় জাফর আহমদকে গ্রেপ্তার করা হয়েছে এবং বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
জানা গেছে, জাফর আহমদ পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নের বাসিন্দা ও স্থানীয় আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি একই এলাকার সাবেক চেয়ারম্যানও ছিলেন।
সদরঘাট থানার ডিউটি অফিসার জানান, জাফর আহমদের বিরুদ্ধে একটি মামলা ছাড়াও তিনটি সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে, যার মধ্যে কয়েকটি ব্যবসায়িক প্রতারণার অভিযোগ সংক্রান্ত।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পটিয়া ও সদরঘাট এলাকায় জাফর আহমদ এবং তার ছেলে হালিশহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রিযাদ আহসান প্রভাব বিস্তার করে দখল, চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত ছিলেন। এছাড়া ভাটিখাইন এলাকার সংখ্যালঘু মনিন্দ্র লাল গুহর পাঁচ কানি জমি জবরদখলের অভিযোগও রয়েছে জাফর আহমদের বিরুদ্ধে।
জেজে/ডিজে