পরীক্ষায় আশানুরূপ ফল না পাওয়ায় আত্মহত্যার চেষ্টা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় জিমনেশিয়ামের পাশে এ ঘটনা ঘটে। এসময় ওই শিক্ষার্থী নিজের মোবাইল ভেঙে কাঁচ দিয়ে নিজের হাত কেটে ফেলার চেষ্টা করে একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে।
পরে খবর পেয়ে প্রক্টরিয়াল বডির সদস্যরা তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে আসে।
ওই শিক্ষার্থীর নাম দেলোয়ার হোসেন। তিনি নৃবিজ্ঞান বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র।
এ বিষয়ে চবি মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আবু তৈয়ব চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, পরীক্ষায় সে ফার্স্ট ক্লাস না পাওয়ায় মোবাইলের কাঁচ দিয়ে হাতের কিছু অংশ কেটে ফেলেছে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। বর্তমানে সে সুস্থ আছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, জিমনেশিয়ামের পিছনে এক শিক্ষার্থীকে পড়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে নিরাপত্তা দপ্তরের প্রধান আমাদেরকে জানায়। খবর পেয়ে আমাদের সহকারী প্রক্টর ছেলেটিকে উদ্ধার করে মেডিকেল সেন্টারে নিয়ে যায়।
তিনি আরও বলেন, সে নৃবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার রেজাল্ট ২.৭৭। এতে সে কিছুটা হতাশ ছিল।
এমআইটি/সিপি