বোয়ালখালী উপজেলার উত্তর কড়লডেঙ্গায় হাতির পায়ে পিষ্ট হয়ে আবদুল আলম (৫৮) নামের এক প্রবাসীর করুণ মৃত্যু হয়েছে।
২৫ সেপ্টেম্বর ভোরে উপজেলার জঙ্গল আমুচিয়ার বড়খীল নামক জায়গায় এ ঘটনা ঘটে।
নিহত প্রবাসী আবদুল আলম উপজেলার উত্তর কড়লডেঙ্গার ছদর আলী চৌকিদার বাড়ির মৃত হাকিম মিয়ার ২ ছেলে ২ মেয়ের মধ্যে ছোট ছেলে। তার ৪ কন্যাসন্তান রয়েছে।
নিহতের ভাগ্নে এমএ মন্নান জানান, আবদুল আলম ৫ বছর আগে মধ্যপ্রাচ্য থেকে দেশে আসেন। বর্তমানে ব্রুনাইয়ের যাওয়ার জন্য ভিসার যাবতীয় কাজও শেষ করেছিলেন। প্রবাস থেকে আসার পর তিনি মূলত এখানে পাহাড়ে কৃষি কাজের সাথে জড়িত ছিলেন। গত কিছুদিন ধরে পাহাড়ে হাতির পাল প্রায়ই ধান ক্ষেত নষ্ট করলে তিনি তার ক্ষেতকে রক্ষা করতে ক্ষেতের আশেপাশে পাহারায় থাকতেন।
বুধবারও এর ব্যতিক্রম ঘটেনি। নিজের জমি পাহারা দিতে গিয়ে হাতির পালের কবলে পড়ে যান তিনি। হাতির পায়ে পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন বলেন, ‘সকালেই বিষয়টি জেনেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি। সরকারের পক্ষ থেকে তার প্রাপ্য প্রয়োজনীয় ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।’