হাতির আক্রমণে চা শ্রমিকের মৃত্যু সাতকানিয়ায়

চট্টগ্রামের সাতকানিয়ায় হাতির আক্রমণে এক মহিলা চা শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ সেপ্টম্বর) বিকাল সাড়ে ৫টার সময় উপজেলার চরতী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত ওই চা শ্রমিকের নাম ফাতেমা বেগম (৪০)। তিনি উপজেলার চরতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম দুরদুরী নতুনপাড়া এলাকার মোহাম্মদ সেলিমের স্ত্রী।

উপজেলার চরতী ইউনিয়নের চেয়ারম্যান মো. রুহুল্লাহ চৌধুরী জানান, দুরদুরী এলাকার সেলিমের সহধর্মিণী ফাতেমা বেগম বাড়ির পাশের পাহাড়ি এলাকার চা বাগানে শ্রমিকের কাজ করতেন। মঙ্গলবার বিকালে বাগানে কাজ শেষে অন্যান্যদের সঙ্গে বাড়ি ফেরার পথে গদারঘোনা নামক রাস্তায় আসলে বন্যহাতির দল তার সামনে পড়ে। হাতির দল দেখে অন্যরা পালিয়ে প্রাণে বাঁচলেও ফাতেমাকে আঁছড়ে মেরে ফেলে।

সাতকানিয়ার মাদার্শা রেঞ্জ কর্মকর্তা মো. মামুন মিয়া হাতির আক্রমণে মহিলা নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm