হাতিরঝিলের পানিতে চট্টগ্রামের আইআইউসি ছাত্রের লাশ, শ্বাসরোধে খুন

চট্টগ্রাম থেকে ঢাকায় গিয়েছিলেন পাসপোর্টের কাজে

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির (আইআইউসি) এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে ঢাকার হাতিরঝিল লেক থেকে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে পুলিশ সন্দেহ করছে। চাকরির ইন্টারভিউ দিতে চট্টগ্রাম থেকে ঢাকায় গিয়েছিলেন তিনি। তবে পরিবারের লোকজন এও বলছেন, তিনি চট্টগ্রাম থেকে ঢাকায় পাসপোর্ট করাতে এসে দালালের খপ্পরে পড়ে খুন হয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ওই যুবকের স্বজনরা চট্টগ্রাম থেকে গিয়ে তার পরিচয় শনাক্ত করেছেন।

আজিজুল ইসলাম মেহেদীর (২৪) নামের ওই যুবক চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র। তার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউরিয়া গ্রামের ফখরুল ইসলামের একমাত্র ছেলে তিনি।

সোমবার (১২ অক্টোবর) হাতিরঝিলের রামপুরা অংশের লেক থেকে পুলিশ মেহেদীর লাশ উদ্ধার করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, মেহেদীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

তার পারিবারিক সূত্রগুলো জানিয়েছে, শনিবার (১০ অক্টোবর) বিকাল ৫টার দিকে পাসপোর্ট করানোর কথা বলে চট্টগ্রাম থেকে ঢাকায় যান মেহেদী। পরে বনশ্রীতে তার বন্ধুর বাসায় ওঠেন। রোববার ভোরে বাসা থেকে বের হওয়ার পর থেকেই মেহেদীর আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার ফোন নম্বরও বন্ধ পাওয়া যাচ্ছিল।

মেহেদীর মামাতো ভাই সাফায়েত উল্লাহ বলেন, ‘গত শনিবার বিকাল ৫টার দিকে মেহেদী চট্টগ্রাম থেকে ঢাকায় আসে। চাকরির ইন্টারভিউ ও আরও কিছু কাজ আছে বলে বাড়ি থেকে বের হয়েছিল। ঢাকায় আসার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল।’

তিনি বলেন, ‘আজ (মঙ্গলবার) ভোর ৬টার দিকে হাতিরঝিল থানা পুলিশ মোবাইল ফোনে আমাদের একটি অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধারের কথা জানায়। ঢাকা মেডিকেল কলেজ মর্গে এসে মরদেহ দেখতে বলে। কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে বলতে পারি না।’

মেহেদীর খালাতো ভাই মোহাম্মদ শাকিল বলেন, ‘মেহেদী লেখাপড়ার পাশাপাশি পরিচিতদের পাসপোর্টের কাজ করে দিতো বলে জানতাম। পরিচিত কারও পাসপোর্টের সমস্যা থাকলে সে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে ঠিক করে দিতো। আমাদের ধারণা, সে পাসপোর্ট করানোর জন্য এসে দালালদের খপ্পরে পড়েছে। আর এ কারণেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।’

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm