হাটহাজারী উপজেলা চেয়ারম্যান ফের করোনায় আক্রান্ত

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাশেদুল আলম ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা চেয়ারম্যান দ্বিতীয়বারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু সৈয়দ মোহাম্মদ ইমতিয়াজ হোসাইন।

বর্তমানে তিনি নিজ বাসায় বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী মো. রাশেদুল ইসলাম।

তিনি আরও জানান, উপজেলা চেয়ারম্যান কয়েকদিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন তিনি। বুধবার রাতে তাঁর পজিটিভ রিপোর্ট আসে।

এর আগে গত ১৪ জুলাই তিনি প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm