হাটহাজারীর ফার্মেসিতে মিললো যৌন উত্তেজক ওষুধের ভাণ্ডার
চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি ও যৌন উত্তেজক ওষুধ জব্দ করেছে উপজেলা প্রশাসন।
উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের নতুন পাড়ার আকমল শাহ ফার্মেসিতে মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১০টায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, চিকনদণ্ডী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নতুন পাড়া এলাকার পূর্ব পাশে শেখ আহমদ মার্কেটের আকমল শাহ ফার্মেসিতে দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে গরিবের জন্য দেওয়া বিনামূল্যের ওষুধ ও নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের নেতৃত্ব অভিযানে বিপুল পরিমাণ সরকারি, নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ আটক করা হয়।
অভিযানের সময় ফার্মেসি মালিক মো. মামুন কৌশলে সটকে পড়েন। তিনি একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইমাম উদ্দিনের বাড়ির নুরুল আলমের পুত্র। পরবর্তীতে ওই ফার্মেসি সিলগালা করা হয়।
এ ব্যাপারে জানতে ফার্মেসি মালিক মো. মামুনের মোবাইলে ফোন করলে তিনি অভিযানের কথা স্বীকার করলেও ওষুধের ব্যাপারে জানতে চাইলে মোবাইল বন্ধ করে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ওষুধ আটক করে ফার্মেসি সিলগালা করে দিয়েছি। তবে মালিককে ধরা যায়নি। পরবর্তীতে মালিককে খুঁজে আইনের আওতায় আনা হবে।
সিএম/সিপি