হাটহাজারীতে শর্টসার্কিটের আগুনে পুড়ল প্রাইভেট কারসহ ৩ দোকান

0

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেট কারসহ তিনটি দোকান পুড়ে গেছে। শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে প্রায় ১৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।

জানা গেছে, শনিবার রাত সাড়ে ১২টায় রফিকের মুদি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে।

পুড়ে যাওয়া দোকানগুলো হল- রফিকের মুদির দোকান, ইয়াকুব আলীর ডেকোরেশনের দোকান, জহিরের মুদির দোকান ও মো. হোসাইনের প্রাইভেট কার।

s alam president – mobile

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাকের হোসেন। তিনি বলেন, ‘খবর পাওয়ার পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছি। আমরা পৌঁছার আগে তিনটি দোকান ও একটি প্রাইভেট কার পুড়ে গেছে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!