হাটহাজারীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী সভা

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা হাটহাজারী উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম রাশেদুল আলম।

বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম, গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান সরোয়ার মোর্শেদ তালুকদার ও মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান।

সভায় মাদকদ্রব্যের ক্ষতিকারক বিষয়গুলো তুলে ধরেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসার জীবন বড়ুয়া।

উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কামরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম, সমবায় অফিসার আমান উল্লাহ, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান মো. রফিক প্রমুখ।

সভার আগে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্ত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পট প্রদক্ষিণ করে উপজেলায় এসে শেষ হয়।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm