চট্টগ্রামের হাটহাজারীতে ত্রাণ নিয়ে কথা কাটাকাটির জেরে যুবকদের কিল-ঘুষিতে প্রাণ হারাল মোহাম্মদ বখতিয়ার সিকদার (৪৯) নামের এক আওয়ামীলীগ নেতা।
বুধবার (৬ মে) বিকাল ৫টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত বখতিয়ার সিকদার গড়দুয়ারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বকশি সিকদার বাড়ির মনির আহাম্মদের ছেলে।
নিহতের বড় ভাই ইউপি সদস্য মো. লোকমান বলেন, আমার ছোট ভাই গড়দুয়ারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ত্রাণ বিতরণ কমিটির সচিব। মঙ্গলবার বিকালে সিকদার বাড়ি মসজিদ এলাকায় একই ওয়ার্ডের সৈয়দ আহসান উল্লাহ মিয়াজি বাড়ির আবদুল হালিমের ছেলে মো. রানা (২৮) তাদের এলাকায় সঠিকভাবে ত্রাণ বিতরণ হচ্ছে না এমন অভিযাগ করেন। এ সময় ওই স্থানে উপস্থিত নিহত বখতিয়ার সিকদার অভিযোগকারী যুবক রানার বক্তব্যে আপত্তি জানায়। একপর্যায়ে উভয়ের মধ্যে কাথা কাটাকাটি শুরু হলে স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে বিষয়টি মীমাংসা হয়ে যায়।
যুবলীগ নেতা তারিকুল কালাম তুহিন বলেন, বুধবার বিকাল ৫টার দিকে আগের দিনের কথা কাটাকাটির জেরে রানাসহ আরও ২-৩ জন বখতিয়ার সিকদারকে একা পেয়ে কিল-ঘুষি দিতে থাকে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান বখতিয়ার।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির জেরে একই এলাকার যুবক রানা ও মুন্নাসহ আরও ২-৩ জনের কিল-ঘুষিতে আওয়ামীলীগ নেতা নিহত হয়েছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
এএইচ