হাটহাজারীর ১ নম্বর দক্ষিণ পাহাড়তলীর চৌধুরী হাট রেল স্টেশনের পশ্চিমে ফকিরটিলা মসজিদ এলাকা থেকে ৫০০ কেজি পলিথিন ও ৩০০ কেজি পলিথিন তৈরির উপকরণসহ মোট ৮০০ কেজি জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর একটায় এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, ১ নম্বর দক্ষিণ পাহাড়তলীর চৌধুরীহাট রেল স্টেশনের পশ্চিমে ফকিরটিলা মসজিদে এলাকায় ঠান্ডাছড়ি সড়েকের পাশে একটি কারখানায় দীর্ঘদিন ধরে নিষিদ্ধ পলিথিন উৎপাদন করে আসছিলেন। বিলের মাঝে নির্জন এলাকার এই কারখানায় কাগজের কার্টন তৈরি হয় বলে মনে করতেন স্থানীয়রা। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে দুপুর একটায় পলিথিন কারখানায় অভিযান চালিয়ে আনুমানিক ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এছাড়াও প্রায় ৩০০ কেজি পলিথিন তৈরির উপকরণ জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি দেখে দেয়াল টপকে শ্রমিকেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
এ অভিযানে কারখানাটি বন্ধ করে দেয়া হয়।
সিএম/এসএস