হাটহাজারীতে ওড়না প্যাঁচানো গৃহবধূর লাশ উদ্ধার

হাটহাজারীতে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় শামিমা আকতার (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের উবায়দুল্লাহ নগর বার্মাটিলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ ওই এলাকার মো. আবুল কাশেমের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে বসতঘরের তীরের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় গৃহবধূর শামিমার ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয় জনতা। তারা বিষয়টি পুলিশকে অবহিত করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় গৃহবধূর শ্বশুর-শাশুড়ি বাসায় ছিল না। এছাড়া বিগত কয়েকদিন যাবৎ তার (গৃহবধূ) স্বামী আবুল কাশেম বাড়িতে আসা-যাওয়া বন্ধ রেখেছে বলে জানা গেছে।

দুপুর ২টার দিকে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম ঘটনাস্থল পরিদর্শন করেন।

মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আবসার বলেন, ‘আত্মহত্যার খবরটি আমি জানার পর থানা পুলিশকে জানাই। পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।’

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ‌‘গৃহবধূ শামিমা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

সিএম/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm