হাটহাজারীতে অস্ত্র-ইয়াবা নিয়ে আটক ১

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমান বাজার এলাকা থেকে অস্ত্র ও ইয়াবাসহ মো. সরোয়ার কামাল লিটন (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

বুধবার (২১ এপ্রিল) আমান বাজারের রহমান মার্কেটের দ্বিতীয় তলা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হাটহাজারী থানার উত্তর ফতেয়াবাদ এলাকার মো. আব্দুর রহিমের পুত্র।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগজিনসহ ৭৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ চট্টগ্রামের সহকারি পুলিশ সুপার (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য বেচাকেনার খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে র‍্যাবের একটি টিম। ঘটনাস্থল থেকে সরোয়ার কামাল লিটন নামে একজন চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীকে অস্ত্রসহ আটক করা হয়। ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও ৭৮ পিস ইয়াবা জব্দ করা হয়।’

তিনি আরও বলেন, ‘লিটন একজন প্রফেশনাল চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে হাটহাজারী থানায় মাদক ও চাঁদাবাজির ৪টি মামলা রয়েছে। নতুন করে আরও একটি মামলা দায়ের করে তাকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।’

মুআ/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm