হাটহাজারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা চিকনদন্ডি ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালো বঙ্গবন্ধু স্মৃতি সংসদ চিকনদন্ডী ইউনিয়ন শাখা৷

শুক্রবার (১৮ আগস্ট) সংগঠনের পক্ষে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে নগদ অর্থ সহায়তা, স্কুল পড়ুয়া ছেলেমেয়েদের শিক্ষা সামগ্রী ও কাপড়চোপড় বিতরণ করা হয়।

ত্রাণ সহায়তার উদ্যোক্তা যুবলীগ নেতা নুরুল ইসলাম খোকন বলেন, মানবিক কারণে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছি। সামর্থ্যনুযায়ী আগামীতে আরো সহায়তা করে যাব। এলাকার বিত্তবানদের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ আবুল বশর (বাবুল), সাধারণ সম্পাদক পুলক রায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. এস এম বোরহান উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও বঙ্গবন্ধু স্মৃতি সংসদের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মোতালেব, কলামিস্ট চৌধুরী মাহবুব।

এছাড়া, অন্যদের মধ্যে সেলিম পাশা, মোহাম্মদ ইলিয়াস হোসেন মঞ্জু, এয়ার মোহাম্মদ কোম্পানি, মো. সামসু, মোহাম্মদ ইসমাইল রফিক, আব্দুল হামিদ, মো. আক্তার হোসেন, মো. রফিক, মো. ছুবান, যুবলীগ নেতা নুরুল ইসলাম খোকন, মো. শাহরিয়া ইসলাম (মাসুম), মো. হাসান উদ্দীন নয়ন, মো. আনোয়ার, মোহাম্মদ রাকিব. মো. পারভেজ, অরুণ চৌধুরী, মো. ফরহাদ, মোহাম্মদ তারেক, মো. সিফাত প্রমূখ উপস্থিত ছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm