হাজারো শিশুর অংশগ্রহণে বিশ্বতান স্বর্ণপদক প্রতিযোগিতা

শুক্রবার (২৬ মার্চ) সকাল ৯টা। চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড়ের কদম মোবারক এম ওয়াই বালক বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ অসংখ্য শিশুশিল্পীর পদচারণায় মুখরিত। কেউ গাইছে গান, কেউ করছে আবৃত্তি বা নাচ। সেদিন সহস্রাধিক শিশুর অংশগ্রহণে হয়ে গেল বিশ্বতান স্বর্ণপদক প্রতিযোগিতা।

এতে প্রধান অতিথি ছিলেন জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন। বিশেষ অতিথি ছিলেন দৈনিক সমকালের সিনিয়র সাব এডিটর ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, শিল্পপতি রিয়াজ ওয়ায়েজ, জিন্নাত আলী, শিল্পী হাসনা জন্নাত মিকাত।

অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি নরেণ সাহা, নির্দেশনায় খোকন মালাকার, সমন্বয়ে কনক বিশ্বাস, সংগঠনের সাধারণ সম্পাদক অর্পিতা আচার্য্য।

প্রধান অতিথি জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন বলেন, ‘এই ছোট্ট পরিসরে হাজার শিশুর অংশগ্রহণে বিশ্বতান যে প্রতিযোগিতার আয়োজন করেছে সেটা অনেক বড় একটা উদ্যোগ। বিশ্বতান সুস্থ সংস্কৃতির বিকাশে অনন্য কাজ করে যাচ্ছে।’

সাংবাদিক নাসির উদ্দিন হায়দার বলেন, ‌‌‘বিশ্বতান চট্টগ্রামের সাহিত্য ও সংস্কৃতির বিকাশে যেভাবে একাগ্রতার সঙ্গে কাজ করে যাচ্ছে তা অতুলনীয়।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm