হাছান মাহমুদের বনখেকো ভাইয়ের কব্জা থেকে উদ্ধার বনের ২০০ একর জায়গা

১৬ বছর ধরে চলছিল দখলবাজি

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাছান মাহমুদের ‘বনখেকো’ ভাই এরশাদ মাহমুদের দখলে থাকা আরও ১০০ একর বন ভূমি উদ্ধার করেছে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগ। ১৬ বছর আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পরই এই বনভূমি দখলে নিয়ে মহিষ পালতেন হাছান মাহমুদের এই ছোট ভাই। বড়ভাই হাছান মাহমুদের পৃষ্ঠপোষকতায় এরশাদ এই অবৈধ সাম্রাজ্য গড়ে তোলেন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের খুরুশিয়া বিট এলাকায় অভিযান পরিচালনা করে এই ১০০ একর বনভূমি উদ্ধার করা হয়। এ নিয়ে সবমিলিয়ে উদ্ধার হল ২০০ একর জায়গা। খুরুশিয়া রেঞ্জে এখনও এরশাদ মাহমুদের দখলে থাকা আরও অন্তত ২০ একর জায়গা উদ্ধারের বাকি আছে।

এর আগে সোমবার (২৬ আগস্ট) দিনব্যাপি অভিযান চালিয়ে রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামে অবৈধভাবে দখল করে রাখা ৫৫ একর বনভূমি উদ্ধার করে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ।

মঙ্গলবার (২৭ আগস্ট) সুখবিলাস গ্রামে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ১৫ একর বনভূমি। এর মধ্যে রাঙামাটি-বান্দরবান সড়কের পাশে দশমাইল এলাকায় ৫ একর জমি দখল করে তিনটি পুকুর, মুক্তিযোদ্ধা পার্ক ও রেস্টুরেন্ট গড়ে তোলা হয়।

বুধবার (২৮ আগস্ট) পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া বিট এলাকা থেকে উদ্ধার করা হয় এরশাদের দখলে থাকা প্রায় ৩০ একর বনভূমি। সেখানে মালটা ও কাজু বাদামের বাগান গড়ে তোলা ছাড়াও পাহাড়ি ছড়ার পানি আটকে তৈরি করা হয় বিশাল পুকুর।

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের কর্মকর্তারা জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সাল থেকে খুরুশিয়া রেঞ্জের চারটি বন বিটের অধীনে এরশাদ অন্তত ২১২ একর বনভূমি দখল করে নেন। দখল করা সেই ভূমিতে বিভিন্ন সময়ে গড়ে তোলা হয় খামার, পুকুর, বাগান, রেস্টুরেন্টসহ বিভিন্ন স্থাপনা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm