চট্টগ্রামের পটিয়ায় ‘খেলাধুলা চর্চা করি, মাদকমুক্ত দেশ গড়ি’— এ প্রতিপাদ্য নিয়ে কুসুমপুরা ইউনিয়নের পশ্চিম হরিনখাইনে শুরু হয়েছে অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট। দিবারাত্রির এ টুর্নামেন্টটি আয়োজন করেছে জুনিয়র ফুটবল একাদশ।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে হরিণখাইন আলতাফিয়া মাদ্রাসা মাঠে টুর্নামেন্টের উদ্বোধন হয়। ১৬টি দল অংশ নিচ্ছে এ টুর্নামেন্টে।
উদ্বোধনী খেলায় এয়াকুব গ্রুপ স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে কোলাগাঁও ব্রাদার্সের ইউনিয়ন ফুটবল একাদশ পরাজিত করে শুভ সূচনা করেছে।
খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন শাহ আলম। সহকারী রেফারি ছিলেন সাইমন ও সুজন।
মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম এয়াকুব আলী।
উদ্বোধক ছিলেন কুসুমপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর।
প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি রবিউল হোসেন বাদশা, বিশেষ বক্তা ছিলেন কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সদস্য আবদুর রশিদ।
বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মনছুর আলম, গণতান্ত্রিক যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী, জয়নাল আবেদীন, মোরশেদ সেলিম, শাহ আলম, মাসুদ, দিদার, সেলিম, সুমন, মনসুর।
প্রধান অতিথি এম এয়াকুব আলী বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলায় আকৃষ্ট করা, শারীরিক ও মানসিক বিকাশের জন্য গ্রাম পর্যায়ে এ ধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজন সত্যিই প্রশংসার দাবি রাখে। এই ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে গ্রাম থেকে খেলোয়াড়দের যেমন প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠবে, তেমনি পাশাপাশি দেশের তৃণমূল পর্যায়ের খেলোয়াড়রাও তাদের স্কিল বাড়ানোর সুযোগ পাবে।
ডিজে