চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের পশ্চিম হরিণখাইন জুনিয়র ফুটবল একাদশ আয়োজিত দিবারাত্রি অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে জুলধা স্পোর্টিং ক্লাবকে হারিয়ে শিরোপা জিতেছে দক্ষিণ হরিণখাইন স্পোর্টিং ক্লাব।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে হরিণখাইন আলতাফিয়া মাদ্রাসা মাঠে এক জমকালো আয়োজনের মধ্যদিয়ে টুর্নামেন্টের পর্দা নেমেছে।
ফাইনাল খেলার পুরষ্কার বিতরণের আগে আলোচনা সভা রবিউল হোসেন বাদশা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি ও এয়াকুব গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি এম এয়াকুব আলী।
উদ্বোধক ছিলেন মো হারুন। প্রধান বক্তা ছিলেন মোরশেদ আলম।
বিশেষ বক্তা ছিলেন কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সদস্য আবদুর রশিদ।
বিশেষ অতিথি ছিলেন গনতান্ত্রিক যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী, মোহাম্মদ সেলিম, ইসমাইল, ফরিদুল আলম, নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম মাস্টার, জাফর, এরশাদুল আলম, বেলাল উদ্দিন হায়দার, মনসুর আলম, আবদুল কাদের, ফারুক, জানে আলম, রহিম, মাসুদ, মনির, মিজানুর রহমান, ফোরকান, হাসান, নয়ন, রিয়াদুল হক রিজভী, শিহাবুল ইসলাম ও আরিফ।
১৬ টি দলের অংশগ্রহণের মধ্য দিয়ে টুর্নামেন্টের ফাইনাল খেলায় দক্ষিণ হরিণখাইন স্পোর্টিং ক্লাব ১-০ গোলে জুলধা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন শাহ আলম। সহকারী রেফারি ছিলেন তাসির ও সুজন।
প্রধান অতিথির বক্তব্যে শিল্পপতি এম এয়াকুব আলী বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলায় আকৃষ্ট করা, শারীরিক ও মানসিক বিকাশের জন্য গ্রাম পর্যায়ে এ ধরনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন সত্যিই প্রশংসার দাবি রাখে। এই ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে গ্রাম থেকে খেলোয়াড়দের যেমন প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠবে, তেমনি পাশাপাশি দেশের তৃণমূল পর্যায়ের খেলোয়াড়রাও তাদের স্কিল বাড়ানোর সুযোগ পাবে।
ডিজে