হবু কাউন্সিলরদের লেখাপড়া কত দূর, জবাব দিচ্ছে হলফনামাই

চট্টগ্রাম সিটি নির্বাচন

নির্বাচনী হলফনামায় শিক্ষাগত যোগ্যতার কলামে ‘স্ব-শিক্ষিত’ লিখে প্রথম আলোচনায় এসেছিলেন যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী। তবে এবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে ৬৮ জন লিখেছেন তারা স্ব-শিক্ষিত অথবা অক্ষরজ্ঞান সম্পন্ন। একজন সপ্তম শ্রেণি, দুজন ৮ম শ্রেণি পাস।

এদের মধ্যে ২১জন বিএনপি মনোনীত প্রার্থী, ৩ জন বিএনপির বিদ্রোহী প্রার্থী। বাকী ৪৪ জনের মধ্যে ৮ জন আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী, ৩৬ জন তাদের সমর্থন না পাওয়া স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থী। একজন পিএইচডি, একজন বিএসসি ইঞ্জিনিয়ার ও একজন এমবিবিএস পাস করা চিকিৎসকও রয়েছেন এবারের কাউন্সিল নির্বাচনে। বাকিরা এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করা।

স্ব-শিক্ষিত বেশি ৪ নম্বর চাঁন্দগাও ওয়ার্ডে, ১২ জন প্রার্থীর মধ্যে ৭ জনই স্ব-শিক্ষিত। ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ডের অবস্থান দ্বিতীয়, ১১ জনের ৫ জনই স্ব-শিক্ষিত।

১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডে পিএইচডি ডিগ্রিধারী বর্তমান কাউন্সিলর নিসার উদ্দিন আহমেদ লড়তে হচ্ছে দুই স্ব-শিক্ষিত মনোয়ার উল আলম চৌধুরী ও রফিক উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে।

২১ নম্বর জামালখান ওয়ার্ডে ৭ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে একজনই কেবল এইচএসসি পাস। এই ওয়ার্ডে আছেন বিএসসি ইঞ্জিনিয়ার, প্রবীণ আইনজীবী এবং বিবিএ পাস করা প্রার্থী। প্রার্থীদের শিক্ষাগত যোগতা— বিজয় কুমার চৌধুরী বিএসসি ইঞ্জিনিয়ার, আব্দুল নাসের এলএলবি, আব্দুল হান্নান বিএ, ফরহাদুল ইসলাম চৌধুরী বিবিএ, রাজীব দাশ সুজয় বিএ, শৈবাল দাশ সুমন বিকম, আবু মো. মহসিন চৌধুরী এইচএসসি।

২২ নম্বর এনায়েত বাজারবাসী স্কুলপড়ুয়া কাউকেও জনপ্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পাচ্ছেন না। কারণ এই ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত সলিম উল্লাহ ও বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল মালেক দুইজনই কেবল অক্ষরজ্ঞান সম্পন্ন।

কাউন্সিলর প্রার্থীদের হলফনামা অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা-

১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড
১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী গাজী মো. শফিউল আজিমের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি, বিএনপির সিরাজুল ইসলাম স্নাতক পাস। অন্যান্যদের মধ্যে ডা. নেয়াজ মোরশেদ এমবিবিএস, আহমেদ নুর এসএসসি, হাবিবুল্লাহ বাহার এসএসসি, ইকবাল হোসেন এইচএসসি, কাজল নাথ স্ব-শিক্ষিত, মো. ইলিয়াছ এসএসসি এবং বর্তমান কাউন্সিলর তৌফিক আহমেদ চৌধুরী এইচএসসি পাস।

২ নম্বর জালালাবাদ ওয়ার্ড
২ নম্বর জালালাবাদ ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী মো. ইব্রাহিমের শিক্ষাগত যোগ্যতা বিএ, বিএনপির ইয়াকুব চৌধুরী স্ব-শিক্ষিত। অন্যান্যদের মধ্যে আবুল কালাম আবু এইচএসসি, গিয়াস উদ্দিন ভূঁইয়া স্ব-শিক্ষিত, শাহেদ ইকবাল বাবু বিএ।

৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ড
৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী কফিল উদ্দিন খানের শিক্ষাগত যোগ্যতা বিএ, বিএনপির মো. ইলিয়াছ অক্ষরজ্ঞান সম্পন্ন। অন্যদের মধ্যে আব্দুল্লাহ আল মামুন এসএসসি, আবুল কালাম স্ব-শিক্ষিত, আমির হোসেন স্ব-শিক্ষিত, মো. ইকবাল স্ব-শিক্ষিত, জসিম উদ্দিন বিএ, মোরশেদ হোসেন এইচএসসি, সেলিম উদ্দিন এইচএসসি, ইলিয়াছ আহমেদ লেদু স্ব-শিক্ষিত, শফিকুল ইসলাম ৮ম শ্রেণি পাস।

৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ড
৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী সাইফুদ্দিন খালেদ সাইফুর শিক্ষাগত যোগ্যতা বিএ পাস, বিএনপির মাহবুবুল আলম এসএসসি পাস। অন্যান্যদের মধ্যে এসএম হুমায়ুন কবির এইচএসসি, এসরারুল হক স্ব-শিক্ষিত, জামাল উদ্দিন স্ব-শিক্ষিত, জাহেদ গিয়াস উদ্দিন আহমেদ স্ব-শিক্ষিত, নাসির উদ্দিন স্বাক্ষরজ্ঞান সম্পন্ন, নাজমুল হক স্বাক্ষরজ্ঞান সম্পন্ন, আমজাদ হোসেন এসএসসি, মো. ইউচুফ শিক্ষাগত যোগ্যতার কলাম শূন্য, সাইফুল্লাহ খান স্ব-শিক্ষিত, আনিসুর রহমান স্ব-শিক্ষিত।

৫ নম্বর মোহরা ওয়ার্ড
৫ নম্বর মোহরা ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী কাজী নুরুল আমিনের শিক্ষাগত যোগ্যতা বিকম, বিএনপির মো. আজম এইচএসসি। অন্যান্যদের মধ্যে খালেদ হোসেন খান (গ্র্যাজুয়েট ডিপ্লোমা), জানে আলম জিকু বিএ, রাশেদুল ইসলাম বিএ, ইব্রাহিম হোসেন স্ব-শিক্ষিত, জসিম উদ্দিন অক্ষরজ্ঞান সম্পন্ন, নাজিম উদ্দিন চৌধুরী এইচএসসি, আইয়ুব আলী চৌধুরী এসএসসি।

৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ড
৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী আশরাফুল আলমের শিক্ষাগত যোগ্যতা বিএ এবং বিএনপির হাসান লিটন এসএসসি পাস।

৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ড
৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী মোবারক আলী এইচএসসি পাস, বিএনপির ইস্কান্দার মির্জা স্ব-শিক্ষিত। অন্যান্যদের মধ্যে রিজুয়ান উদ্দিন চৌধুরী এইচএসসি, মো. শামীম এসএসসি, মো. ইয়াকুব এসএসসি, সোহেল মাহমুদ এইচএসসি।

৮ নম্বর শুলকবহর ওয়ার্ড
৮ নম্বর শুলকবহর ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী মোরশেদ আলমের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি, বিএনপির হাসান চৌধুরী বিকম পাস। অন্যান্যদের মধ্যে জমির উদ্দিন নাহিদ বিএ, আবুল হাসান সুমন স্ব-শিক্ষিত, মো. মহসিন স্ব-শিক্ষিত।

৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড
৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী নুরুল আবছার মিয়া স্ব-শিক্ষিত, বিএনপির আব্দুস সাত্তার সেলিম এইচএসসি পাস। অন্যদের মধ্যে জহুরুল আলম জসিম বিএ, ফজলে আজিম দুলাল স্ব-শিক্ষিত।

১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড
১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী নিসার উদ্দিন আহমেদ পিএইচডি ডিগ্রিধারী, বিএনপির রফিক উদ্দিন চৌধুরী ও স্বতন্ত্র মনোয়ার উল আলম চৌধুরী স্ব-শিক্ষিত।

১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ড
১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী মো. ইসমাইল মাস্টার্স পাস, বিএনপির সোহরাব হোসেন চৌধুরী বিকম। অন্যদের মধ্যে নুরুল ইসলাম স্বাক্ষরজ্ঞান সম্পন্ন, নুরুল হুদা চৌধুরী এসএসসি, মোরশেদ আক্তার চৌধুরী বিকম, খন্দকার এনামুল হক এসএসসি পাস।

১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড
১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী নুরুল আমিন এসএসসি পাস, বিএনপির সামসুল আলম অক্ষরজ্ঞান সম্পন্ন। অন্যদের মধ্যে আসলাম হোসেন মাস্টার্স, ছাবের আহমদ সওদাগর স্বাক্ষরজ্ঞান সম্পন্ন, সাইফুল আলম স্ব-শিক্ষিত।

১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড
১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী ওয়াসিম উদ্দিন চৌধুরী বিকম পাস, বিএনপির জাহাঙ্গীর আলম দুলাল স্ব-শিক্ষিত। অন্যদের মধ্যে কাজী অতনু জামান এইচএসসি, বাদশা আলমগীর বিকম, মাহামুদুর রহমান এসএসসি পাস।

১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ড
১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী আবুল হাসনাত বেলাল এইচএসসি পাস, বিএনপির আব্দুল হালিম স্ব-শিক্ষিত। অন্যদের মধ্যে দিদারুল আলম মাসুম এমএ, আব্দুল আলীম স্বপন স্ব-শিক্ষিত, আবুদল কাদের বিএ, আবুল ফজল কবির আহমদ এসএসসি, তৌহিদ আজিজ এইচএসসি পাস।

১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড
১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী গিয়াস উদ্দিন বিএ পাস, চৌধুরী সায়েফুদ্দিন চৌধুরী সিদ্দিকী স্ব-শিক্ষিত। অন্যদের মধ্যে আলী আকবর ডিপ্লোমা ইন কমার্স, আরিফুল ইসলাম স্ব-শিক্ষিত।

১৬ নম্বর চকবাজার ওয়ার্ড
১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী সাইয়েদ গোলাম হায়দার মিন্টু অক্ষরজ্ঞান সম্পন্ন। বিএনপির একেএম সালাহ উদ্দিন কাউসার বিকম পাস। অন্যদের মধ্যে কায়সার আহমেদ বিএ, নুর মোস্তাফা টিনু দাখিল (এসএসসি), শাহদুল আজম শাকিল এলএলবি, দেলোয়ার হোসাইন এইচএসসি পাস।

বাকলিয়া ওয়ার্ড
১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী শহিদুল আলমের শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স, বিএনপির একেএম আরিফুল ইসলামও মাস্টার্স পাস। অন্যদের মধ্যে মাসুদ করিম টিটু বিএ পাস, সোয়েব খালেদ স্ব-শিক্ষিত।
১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী হারুন অর রশিদ এইচএসসি পাস, বিএনপির আজিজুল হক মাসুম স্ব-শিক্ষিত।
১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী নুরুল আলম এইচএসসি, তার বড় ভাই বিএনপির প্রার্থী ইয়াসিন চৌধুরী আছুও এইচএসসি পাস। অন্যদের মধ্যে আজিজুর রহমান ৮ম শ্রেণি, আব্দুল মান্নান বিএ, মহিউদ্দিন মাহমুদ রনি বিএ পাস দিদারুল আলম স্ব-শিক্ষিত।

২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ড
২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী চৌধুরী হাসান মাহমুদ হাসনী এইচএসসি পাস, বিএনপির লিয়াকত আলী এসএসসি পাস। অন্যদের মধ্যে হাফিজুল ইসলাম মজুমদার স্বাক্ষরজ্ঞান সম্পন্ন, রফিকুল আলম বাপ্পী এইচএসসি, মিল্টন দাশগুপ্ত বিএ পাস।

২১ নম্বর জামালখান ওয়ার্ড
২১ নম্বর জামালখান ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী শৈবাল দাশ সুমন বিকম পাস, বিএনপির আবু মো. মহসিন চৌধুরী এইচএসসি। অন্যদের মধ্যে আব্দুল নাসের এলএলবি, বিজয় কুমার চৌধুরী বিএসসি ইঞ্জিনিয়ার, আব্দুল হান্নান বিএ, ফরহাদুল ইসলাম চৌধুরী বিবিএ, রাজীব দাশ সুজয় বিএ পাস।

২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ড
২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী সলিম উল্লাহ ও বিএনপির আব্দুল মালেক স্বাক্ষরজ্ঞান সম্পন্ন। স্বতন্ত্র সাব্বির চৌধুরী ৮ম শ্রেণি পাস।

২৩ নম্বর উত্তর পাঠানটুলী ওয়ার্ড
২৩ নম্বর উত্তর পাঠানটুলী ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ জাবেদ বিএ এবং বিএনপির মো. মহসিন বিকম পাস। অন্যদের মধ্যে আসিফ খান এসএসসি, মো. জাহেদ এসএসসি, রিয়াদ খান এইচএসসি, সিরাজুল ইসলাম এসএসসি পাস।

২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড
২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী নাজমুল হক ডিউকের শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স, বিএনপির ফরিদুল আলম এসএসসি পাস। অন্যদের মধ্যে জাবেদ নজরুল ইসলাম এসএসসি, রকিব উল আলিম এলএলবি, রাশেদুল ইসলাম এইচএসসি।

২৫ নম্বর রামপুর ওয়ার্ড
২৫ নম্বর রামপুর ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সবুর লিটন এসএসসি, বিএনপির শহীদ মো. চৌধুরী স্ব-শিক্ষিত, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এসএম এরশাদ উল্লাহ এইচএসসি পাস।

২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ড
২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ হোসেন এইচএসসি পাস, বিএনপির আবুল হাশেম এইচএসসি পাস। অন্যদের মধ্যে মো. ইলিয়াছ বিএসসি, নাজিমুল ইসলাম মজুমদার এইচএসসি, আজিজুর রহমান বাবুল স্ব-শিক্ষিত, ইমতিয়াজ সবুজ এইচএসসি, নাঈম উদ্দিন এসএসসি, মহসিন আলী চৌধুরী স্বাক্ষরজ্ঞান সম্পন্ন।

২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড
২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী শেখ জাফরুল হায়দার চৌধুরী এইচএসসি, বিএনপির মো. সেকান্দর স্বশিক্ষিত। অপর দুই স্বতন্ত্র প্রার্থী এইচএম সোহেল অক্ষরজ্ঞান সম্পন্ন, ইস্কানদার মির্জা স্ব-শিক্ষিত।

২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ড
২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর অক্ষরজ্ঞান সম্পন্ন, বিএনপির জামাল উদ্দিন জসিম দাখিল (এসএসসি) পাস। অন্যদের মধ্যে আব্দুল কাদের এসএসসি, এবিএম মোস্তাফা কামাল এসএসসি, মনির উল্লাহ স্ব-শিক্ষিত, আব্দুর রহিম আরসেনি স্ব-শিক্ষিত।

২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড
২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী গোলাম মোহাম্মদ জোবায়ের বিএ, বিএনপির সালাহ উদ্দিন স্ব-শিক্ষিত। অপর দুইজন আজিজুর রশিদ ও সাজ্জাদ হোসেন এসএসসি পাস।

৩০ নম্বর পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড
৩০ নম্বর পূর্ব মাদারবাড়ী ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী আতাউল্লাহ চৌধুরী এইচএসসি পাস, হাবিবুর রহমান স্ব-শিক্ষিত। অপর দুইজন চৌধুরী জহির উদ্দিন মো. বাবর বিএ, মাজহারুল ইসলাম চৌধুরী বিএসসি।

৩১ নম্বর আলকরণ ওয়ার্ড
৩১ নম্বর আলকরণ ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সালাম মাস্টার্স, বিএনপির দিদারুর রহমান বিএ পাস। অপর দুইজনের হানিফ ভূঁইয়া স্ব-শিক্ষিত, তারেক সোলায়মান সেলিম মাস্টার্স পাস।

৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড
৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী জহরলাল হাজারী বিএ পাস, বিএনপির নুর মোহাম্মদ লেদু স্ব-শিক্ষিত। অন্যদের মধ্যে একেএম জাবেদুল আলম বিকম, মোহাম্মদ নোমান লিটন বিএ, হাবিব উল্লাহ অক্ষরজ্ঞান সম্পন্ন, সুজিত সরকার স্ব-শিক্ষিত।

৩৩ নম্বর ফিরিঙ্গিবাজার ওয়ার্ড
৩৩ নম্বর ফিরিঙ্গিবাজার ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী মো. সালাহ উদ্দীন বিএ পাস, বিএনপির মেজবাহ উদ্দিন মিন্টু স্ব-শিক্ষিত। অন্যদের মধ্যে হাসান মুরাদ বিপ্লব মাস্টার্স, এইচএম হোসাইনুর রশিদ এলএলএম, রফিকুল হোসেন বাচ্চু মাস্টার্স, সাদেকুর রহমান স্ব-শিক্ষিত।

৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ড
৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী পুলক খাস্তগীর বিএ পাস, বিএনপির মোহাম্মদ ইসমাইল বালী স্বাক্ষরজ্ঞান সম্পন্ন। অন্যদের মধ্যে অনুপ বিশ্বাস এইচএসসি, বিজয় কৃষ্ণ দাস এলএলবি, ঝুলন দেব নাথ এসএসসি, দিদারুল আলম এইচএসসি পাস।

৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ড
৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী অক্ষরজ্ঞান সম্পন্ন হাজী নুরুল হকের প্রতিদ্বন্দ্বী বিএনপির এডভোকেট তারিক আহমেদ।

৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ড
৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম চৌধুরী ও বিএনপি মো. হারুন দুইজনই স্ব-শিক্ষিত। অপর দুইজন স্বতন্ত্র মোরশেদ আলী এসএসসি, সাইফুল আলম চৌধুরী এইচএসসি পাস।

৩৭ নম্বর উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ড
৩৭ নম্বর উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী হোসেন মুরাদ এসএসসি পাস, বিএনপির মো. ওসমান স্ব-শিক্ষিত। অন্যদের মধ্যে ইবনে মবিন ফারুক এইচএসসি, এনামুল হক বিএ, শফিউল আলম মাস্টার্স পাস।

৩৮ নম্বর দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ড
৩৮ নম্বর দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী গোলাম মো. চৌধুরী ৮ম শ্রেণি পাস, বিএনপির হানিফ সওদাগর স্ব-শিক্ষিত। অন্যদের মধ্যে আজম উদ্দিন বিকম, সালাউদ্দিন মাস্টার্স, হাসান মুন্না ৮ম শ্রেণি, আবু নাসের বিএ, বদিউর রহমান এমএ, হাসান মুরাদ এমবিএ পাস।

৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ড
৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী জিয়াউল হক সুমন এসএসসি, বিএনপির সরফরাজ কাদের বিকম, স্বতন্ত্র হাসান মুরাদ আনসারী এসএসসি পাস।

৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ড
৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল বারেক ৭ম শ্রেণি, বিএনপির মোহাম্মদ হারুন এসএসসি পাস। অন্যদের মধ্যে ফরিদুল আলম বিএ, জয়নাল আবেদীন চৌধুরী স্ব-শিক্ষিত, জয়নাল আবেদীন ৮ম শ্রেণি পাস।

৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড
৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী ছালেহ আহমদ চৌধুরী এইচএসসি, বিএনপির নুরুল আবছার স্ব-শিক্ষিত। অন্যান্যদের মধ্যে মঞ্জুর আলম স্ব-শিক্ষিত, মোহাম্মদ আলমগীর এইচএসসি, আবদুর রহিম এসএসসি, ফজল করিম এইচএসসি, মো. নুরুল আবছার এইচএসসি এবং রফিক স্ব-শিক্ষিত।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm