হবিগঞ্জে গিয়ে করোনায় ধরা রাঙামাটির ট্রাকচালক

সিলেটের হবিগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত ট্রাকচালকের বাড়ি রাঙামাটির লংগদু উপজেলায়।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে নারায়ণগঞ্জ থেকে সিলেটের হবিগঞ্জে যাওয়ার পথে চেকপোস্ট থেকে পুলিশ গাড়িসহ ১৬ জনকে আটক করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়। পরে তাদের নমুনা ঢাকার আইইডিসিআরে পাঠানো হলে শনিবার (১১ এপ্রিল) সকালে তাদের একজনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। আক্রান্ত ওই ব্যক্তিই গাড়ির চালক। নারায়ণগঞ্জে ট্রাকে পণ্য আনা নেওয়ার কাজ করেন তিনি।

হবিগঞ্জের সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, করোনা আক্রান্ত ওই ব্যক্তি আমাদের জানিয়েছেন তার বাড়ি রাঙামাটির লংগদু উপজেলায়।

রাঙামাটি থেকে প্রতিদিনই আনারস নিয়ে অনেক ট্রাক নারায়ণগঞ্জে আসা-যাওয়া করে। বর্তমানে আনারসের মৌসুম হওয়ায় বিশেষ করে নারায়ণগঞ্জে ট্রাক আসা-যাওয়ার পরিমাণও অনেক বেড়েছে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!