হত্যা মামলার আসামি গ্রেপ্তার সাতকানিয়ায়

চট্টগ্রামের সাতকানিয়ায় হত্যা মামলায় মো. হোসেন (৩৬) নামে পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে রাতে কাঞ্চনার গুরগুরি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মো. হোসেন ওই এলাকার মোজাহের মিয়ার ছেলে।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, দীর্ঘদিন পলাতক ছিলো হত্যা মামলার আসামি মো. হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm