হত্যাচেষ্টা মামলায় পটিয়ার কৃষক লীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়ায় হত্যাচেষ্টা মামলায় এক কৃষক লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্র-জনতার মিছিল গুলি বর্ষণের ঘটনায় এক জামায়াত নেতার ওই মামলা দায়ের করেন।

গ্রেপ্তার কৃষক লীগ নেতার নাম আবুল কাশেম (৪০)। তিনি হাইদগাঁও ইউনিয়নের মৃত নুর কাদেরের ছেলে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাইদগাঁও ইউনিয়নের দীঘিরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পটিয়া থানা পুলিশ।

আবুল কাশেম হাইদগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি বলে জানা গেছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, ছাত্র জনতার মিছিলে গুলি বর্ষণকারী সাবেক ইউপি সদস্য আবুল কাশেম গত ২৭ আগস্ট জামায়াত নেতার দায়ের করা মামলার এজহারভুক্ত ২০ নম্বর আসামি। এছাড়াও তার বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে থানায়। মঙ্গলবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত ২৭ আগস্ট জামায়াত নেতা এনামুর রশিদ বাদি হয়ে পটিয়া থানায় একটি হত্যাচেষ্টা মামলায় দায়ের করেন। এ মামলায় প্রধান আসামি করা হয় সাবেক সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরীকে। মামলায় ১৫১ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm