হাতে হাতে প্ল্যাকার্ড। তাতে লিখা ‘ধর্ম যার যার রাষ্ট্র সবার’, ‘৭২ এর সংবিধান ফিরিয়ে দাও’। চোখেমুখে সবার প্রতিবাদী ছাপ। মুখে মুখে চলছে স্লোগানের পর স্লোগান। ‘সাম্প্রদায়িক শক্তির কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’- স্লোগানে প্রকম্পিত হল চট্টগ্রাম নগরীর নিউমার্কেট চত্বর।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় সংখ্যালঘুদের নির্যাতনের প্রতিবাদে নিউমার্কেট মোড়ে আয়োজিত গণঅবস্থান কর্মসূচির চিত্র এটি।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ এ কর্মসূচির আয়োজন করে। এ সময় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন করার দাবি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্তসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এদিকে এ কর্মসূচিকে ঘিরে ওই এলাকায় সতর্ক ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
প্রসঙ্গত, ৩ নভেম্বর চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত এ কর্মসূচির ঘোষণা দেন।
মুআ/এমএফও