স্মিথ-স্টার্কের ফর্মে ফেরার ম্যাচে হারল অস্ট্রেলিয়া

প্রথম ম্যাচে ব্যাট হাতে রান পেয়েছিলেন ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। সেদিন অবশ্য চেনারূপে ছিলেন না স্টিভেন স্মিথ ও পেসার মিচেল স্টার্ক। দ্বিতীয় ম্যাচে স্মিথ-স্টার্ক ফর্মে ফিরেছেন, কিন্তু ম্যাচ হেরে গেছে অস্ট্রেলিয়া।

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড একাদশের কাছে দ্বিতীয় ওয়ার্মআপ ম্যাচে ৭ উইকেটে হেরেছে অজি একাদশ।

প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৭৭ রান করে অস্ট্রেলিয়া। সাবেক অধিনায়ক স্মিথ ৭৭ বলে সর্বোচ্চ ৮৯ রান করেন। হাফসেঞ্চুরি করেন উসমান খাজা (৫৬) এবং গ্লেন ম্যাক্সওয়েল।
অন্যদের মধ্যে শন মার্শ ২৮ ও অ্যালেক্স ক্যারি ২২ ছাড়া উল্লেখ করার মতো রান করতে পারেননি কেউ।

অজি ইনিংসের জবাব দিতে নেমে ২.৪ চার ওভার এবং ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় নিউজিল্যান্ড একাদশ। উইল ইয়ং খেলেছেন ১৩০ রানের ইনিংস। রান পেয়েছেন নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে থাকা টম ল্যাথামও। করেছেন ৬৯ রান। তার আগে অবশ্য হাফসেঞ্চুরি (৫৬) করে আউট হন ওপেনার জর্জ ওয়ার্কার। অস্ট্রেলিয়ার হয়ে বলে সফল স্টার্ক। পাঁচ ওভারে মাত্র ১৪ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন। তবে ১০ ওভারে ৫২ রান দিয়ে উইকেটশূন্য থাকেন জাই রিচার্ডসনের জায়গায় বিশ্বকাপ স্কোয়াডে ডাক পাওয়া কেন রিচার্ডসন। উইকেট পাননি বিশ্বকাপ স্কোয়াডের আরেক সদস্য নাথান লায়নও।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm