স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আজিজের শয্যাপাশে সাবেক মেয়র আ জ ম নাছির

চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজকে দেখতে হাসপাতালে গেলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রাম ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন আজিজকে দেখতে যান।

এই সময় আ জ ম নাছির কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং অসুস্থ আজিজুর রহমানের চিকিৎসার খোঁজখবর নেন। তিনি আজিজের দ্রুত রোগমুক্তি কামনা করেন।

এই সময় নগর আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm