স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে রোববার থেকে খুলেছে ফ্যাশন হাউস ‘আর্ট’। চট্টগ্রামে ফ্যাশন হাউস আর্টের চারটি আউটলেট খোলা থাকছে। এগুলোর অবস্থান চকবাজার, বন্দরটিলা, অক্সিজেন ও হালিশহরে। সেই সাথে ক্রেতাদের জন্য ব্যতিক্রমী উপহার হিসেবে থাকছে পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই)।
পিপিইর মতো ব্যতিক্রমী উপহার কেন— এমন প্রশ্নে ফ্যাশন হাউস আর্টের ব্যবস্থাপনা পরিচালক মামুন চৌধুরী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমরা সবসময়ই চিন্তা করি ব্যবসাকে কাজে লাগিয়ে মানুষের পাশে কিভাবে দাঁড়াতে পারি। আমরা দেখলাম এই মুহূর্তে মানুষ পিপিইটা পাচ্ছে না। এটা খুবই গুরুত্বপূর্ণ মহামারীর এই সময়ে। এখন করোনার এই ক্রান্তিকালে সবাইকে কম বেশি ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় কাঁচাবাজারের জন্যে বের হতেই হয়। এই সময়ে প্রত্যেকেরই প্রয়োজন একটি মানসম্মত পিপিই। তাই আমাদের ফ্যাক্টরিতে তৈরি করে ‘বাই ওয়ান গেট ওয়ান অফার’ দিয়েছি। মানে সর্বনিম্ন এক হাজার টাকার যেকোনো পোশাক কিনলেই একটি পিপিই উপহার পাবেন। অর্থাৎ যিনি যত হাজার টাকার পণ্য কিনবেন তিনি ততটা পিপিই উপহার পাবেন।’
তিনি বলেন, ‘সরকারি নির্দেশনা মেনে আমরা আমাদের লোকাল আউটলেটগুলো খোলা সিদ্ধান্ত নিয়েছি। ক্রেতাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা প্রতিটি আউটলেটেই সব ধরনের ব্যবস্থা রেখেছি।’
ফ্যাশন হাউস ‘আর্ট’ অবশ্য ফেসবুক পেইজ (Fb.com/Artbd) এবং মোবাইলের (০১৭৪০৭৭৭৭৭১) মাধ্যমেও কেনাকাটার সুযোগ রেখেছে।
এসআর/সিপি