স্বাস্থ্যবিধি না মানায় বন্ধ করা হল ক্যান্ডি

সামাজিক দূরত্ব না মেনে ইফতার সামগ্রী বিক্রির অপরাধে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ের ক্যান্ডি বন্ধ করে দিয়েছে পুলিশ। শুক্রবার (২২ মে) দুপুরে তা বন্ধ করে দেওয়া হয়।

এর আগে আইন অমান্য করে ইফতার সামগ্রী বিক্রি করা হচ্ছে উল্লেখ করে চট্টগ্রাম প্রতিদিনে সংবাদ প্রকাশিত হয়।

এ ব্যাপারে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার বিজয় বসাক বলেন, স্বাস্থ্যবিধি না মেনে ইফতার বিক্রি করছিল জিইসি মোড়ের ক্যান্ডি। বিষয়টি আমার নজরে আসায় সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি। তারা গিয়ে বন্ধ করে দিয়েছে।

অভিযোগ রয়েছে, ইফতারের আগে ক্যান্ডিতে ক্রেতার প্রচুর ভিড় থাকে। কিন্তু করোনাভাইরাসের উদ্ভূদ পরিস্থিতিতে সামাজিক দূরত্ব মানার বালাই নেই। প্রচন্ড ভিড়ে করোনা সংক্রমণের আশঙ্কা থাকলেও ক্যান্ডির কর্তৃপক্ষ নিয়মকানুনের তোয়াক্কা না ব্যবসা চালিয়ে যাচ্ছিল। দোকানের সামনে হ্যান্ড সেনিটাইজার রাখার কথা থাকলেও তাও রাখা হয়নি। এসব কারণে ক্যান্ডির বিরুদ্ধে অভিযোগ তুলেন ক্রেতারা।

এএস/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!