চট্টগ্রামের কর্ণফুলীতে স্বামীর ওপর অভিমান করে প্রিয়া আক্তার মুন্নী (২৬) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (২২ অক্টোবর) বিকালে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকায় এই আত্মহত্যার ঘটনা ঘটে।
মুন্নী বরিশাল জেলার ভোলা এলাকার মাসুদুর রহমান সোহেলের স্ত্রী। মুন্নীর বাপের বাড়ি খাগড়াছড়ি। তারা খোয়াজনগর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আবু তাহের জানান, প্রেমের সম্পর্কে তাদের বিয়ে হয়। তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, শুক্রবার সকালে প্রিয়া আক্তার মুন্নীর সাথে স্বামী মাসুদুর রহমানের ঝগড়া হয়। পরে স্বামী রাগারাগি করে বাড়ি থেকে বের হয়ে গেলে স্ত্রী মুন্নী অভিমানে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোন ধরণের অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
কেএস