স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু রাঙামাটিতে

রাঙামাটির বিলাইছড়িতে পারিবারিক কলহের জেরে স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু হয়েছে।

নিহত নারীর নাম পাইংগুংচিং মার্মা (৩৫)। তিনি স্থানীয় খুইল্যা অং মার্মার মেয়ে।

ঘাতক স্বামী অংচাথুই মার্মা (৩৮) ২ নম্বর কেংড়াছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেরাংছড়া গ্রামের বাসিন্দা।

বিলাইছড়ি থানার পরিদর্শক (তদন্ত) রউফ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার (১ এপ্রিল) রাতে পারিবারিক কলহের একপর্যায়ে অংচাথুই বাঁশের লাঠি দিয়ে পেটানোর সময় মাথায় আঘাত লাগলে পাইংগুংচিং অজ্ঞান হয়ে পড়ে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশনারিজ হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২ এপ্রিল) বিকালে মারা যান পাইংগুংচিং।

তিনি আরও বলেন, আমরা রোববার সকালে খবর পেয়ে সেখানে একটি পুলিশের টিম পাঠিয়েছি। নিহতের লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাঙামাটি পাঠানো হয়েছে।

স্থানীয়দের সহায়তায় নিহত নারীর স্বামীকে আটক করে থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রুজু করা হচ্ছে বলে জানান রউফ খান।

Yakub Group

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!