স্বাধীন ট্রাভেলস এক ধাক্কায় কেড়ে নিল শিশুর জীবন, আহত আরও ১৪

কক্সবাজারের চকরিয়ায় স্বাধীন ট্রাভেলসের বাসের ধাক্কায় জীপের এক শিশু নিহত হয়েছে। এ সময় দুই গাড়ির ১৪ জন যাত্রী কম-বেশি আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ জুলাই) বেলা পৌনে ২টার দিকে ঝনঝনিয়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, কক্সবাজার থেকে যাত্রী নিয়ে চট্টগ্রাম যাচ্ছিল স্বাধীন ট্রাভেলসের একটি বাস। বাসটি চকরিয়া ঝনঝনিয়া ব্রীজ এলাকায় পৌঁছলে সড়কের পাশ দিয়ে যাওয়া একটি যাত্রীবাহী জীপকে (চাঁদের গাড়ি) ধাক্কা দিলে গাড়িটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই জিপের ভেতরে থাকা এক শিশু মারা যায়।

এদিকে এই দুর্ঘটনায় কম-বেশি আহত হন দুই গাড়ির ১৪ জন যাত্রী। আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় বলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নিশ্চিত করেছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত শিশুর নাম-ঠিকানা জানা যায়নি। মালুমঘাট হাইওয়ে পুলিশ জানান, নিহতের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে। গাড়ি দুটি হেফাজতে নেওয়া হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm