স্বর্ণের দোকানে তালা মেরে মানববন্ধনে চট্টগ্রামে ব্যবসায়ীরা, বিমান ধরের খুনের বিচার দাবি

চট্টগ্রামের পটিয়ার স্বর্ণ ব্যবসায়ী বিমান ধরের খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)।

রোববার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে বাজুস চট্টগ্রাম জেলা শাখা।

স্বর্ণের দোকানে তালা মেরে মানববন্ধনে চট্টগ্রামে ব্যবসায়ীরা, বিমান ধরের খুনের বিচার দাবি 1

এদিকে, পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার সকাল থেকেই চট্টগ্রামের স্বর্ণের দোকান বন্ধ রেখে মিছিল নিয়ে মানববন্ধনে যোগ দেন স্বর্ণ ব্যবসায়ীরা। ব্যানার নিয়ে যোগ দেন বাজুসের বিভিন্ন জেলা ও উপজেলার নেতারা।

এর আগে গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) চট্টগ্রাম জেলার শাখার সদস্য বিমান ধরকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।

বিমান ধর বাকলিয়া থানাধীন রাহাত্তার পুল এলাকার কেবি আমান আলী সড়কের নিউ সৌদিয়া গোল্ড ফ্যাশনের স্বত্বাধিকারী।

অন্যদিকে, পটিয়া জুয়েলার্স সমিতির আয়োজনে সকাল ১১ টায় থানার মোড় এলাকায় এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে। পটিয়া জুয়েলারি সমিতির সভাপতি উজ্জ্বল ধরের সভাপতিত্বে সবুজ ধর ও কাঞ্চন দাশ অসিতের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট পটিয়া উপজেলা মনিটরিং কমিটির সদস্য পুলক চৌধুরী, জুয়েলার্স সমিতির সহসভাপতি বিকাশ ধর, ব্যবসায়ী নেতা আশীষ গোস্বামী, কেশব ধর, কমল ধর, মিল্টন ধর, দেবাশীষ ধর, স্বপন ধর বক্তব্য রাখেন।

সভা শেষে এক বিক্ষোভ মিছিল পটিয়া পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূনরায় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে পটিয়ার উপজেলার গৈড়লায় এলাকায় নিজ বাড়ির অদুরে রাত ১১টার দিকে সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে খুন হন তিনি। নিহত বিমান ধর পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের বণিক পাড়ার দুলাল ধরের বড় ছেলে।

এ ঘটনায় পটিয়া থানায় বিমান ধরের ছোট ভাই রিমান ধর বাদি হয়ে গত বুধবার একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে পুলিশকে দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার ও হত্যাকারীদের মুখোশ উন্মোচন করার অনুরোধ জানান। এ হত্যার নেপথ্যনায়ক, গডফাদারকে আইনের কাছে সোপর্দ করুন এবং ব্যবসার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনুন।

বক্তারা আরও বলেন, বিমান ধরের মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয়। ক্রমান্বয়ে বিচারহীনতার সংস্কৃতি শুধু জুয়েলারি ব্যবসায়ীদের ক্ষেত্রে কেন? স্বর্ণ ব্যবসায়ীদের হত্যাকাণ্ড, দোকান ডাকাতি, ছিনতাই ইত্যাদি কোনো ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার আমরা আজ পর্যন্ত পাইনি। বিমান ধরের খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

এসময় বক্তব্য দেন বাজুস চট্টগ্রাম শাখার সভাপতি মৃণাল কান্তি ধর, সাধারণ সম্পাদক প্রণব সাহা, বিশ্বজিৎ সরকার, হাজি নুরুল হক, গৈড়লা হাইস্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সুজিত কর্মকার প্রমুখ।

উপস্থিত ছিলেন বাজুস চট্টগ্রাম শাখার সহ সভাপতি সিদুল কান্তি ধর, দীলিপ কুমার ধর, লিটন কুমার ধর, বিপ্লব বসাক, যীশু বণিক, যুগ্ম সম্পাদক প্রদীপ গুহ, কাজল বণিক, অমিত ধর, খোকন ধর, সুকুমার ধর, কোষাধ্যক্ষ প্রতাপ কুমার ধর, কার্যকরী সদস্য শম্ভু ধর, তপন ধর, রাজীব ধর তমাল প্রমুখ।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm