স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

0

প্রতিদিন রিপোর্ট :

স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে হাবিবুর রহমান নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনুর এ আদেশ দেন।

s alam president – mobile

দণ্ডপ্রাপ্ত হাবিবুর রহমান নগরীর বন্দর থানা এলাকায় বসবাস করলেও তার বাড়ি বাগেরহাট জেলায় বলে জানা যায়।

file-2_2

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফখরুদ্দিন এখবর নিশ্চিত করেন। তিনি বলেন, নগরীর ইপিজেড থানার কলসিদীঘি এলাকায় ২০১৪ সালে ৩ অক্টোবর স্ত্রী রীনা খানকে হত্যা করেন স্বামী হাবিবুর রহমান। পারিবারিক অশান্তির জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

Yakub Group

এ ব্যাপারে মামলা দায়েরের পর পুলিশ একই বছরের ৩১ ডিসেম্বর মামলার অভিযোগপত্র দালিখ করে। পরে আদালত  ২০১৫ সালের ৫ অক্টোবর চার্জ গঠন করা হয়।

রাষ্ট্রপক্ষের ১৬ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষী গ্রহণ শেষে বৃহস্পতিবার স্ত্রী হত্যার দায়ের হাবিবুর রহমানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এসময় আসামী হাবিবুর রহমান আদালতে উপস্থিত ছিলেন।

আইনজীবী অ্যাডভোকেট ফখরুদ্দিন বলেন, সন্দেহাতীতভাবে স্ত্রী হত্যার প্রমাণ পাওয়ায় আদালত হাবিবুর রহমানকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন।

রিপোর্ট : মোর্শেদ রনি

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!